বিভিন্ন জেলায় লকডাউনের কারণে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজশাহী, রংপুরসহ বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
রাজশাহীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সকালে পবার বুধপাড়া এলাকায় দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন ও হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল হক বাচ্চু। এ সময় তারা বলেন, মানবিক খাদ্য সহায়তা হিসেবে পবা উপজেলা থেকে প্রথম পর্যায়ে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া দুই হাজার পরিবারকে দেয়া হবে নগদ টাকা।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে রংপুর রয়েলস রিসোর্ট এন্ড রিক্রিয়েশনাল পার্ক। দুপুরে নগরীর বুড়িরহাট রোডে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে মুদ্রণ শিল্প শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্টেট আবু আব্দুল্লাহ খান। দুপুরে শহরের বিভিন্ন স্থানে মোট ১৭টি প্রিন্টিং প্রেসের ১১৭ জন মুদ্রণ শ্রমিকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, একটা সাবান ও একটা করে মাস্ক দেয়া হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উদ্যোগে পৌর এলাকায় ৩ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ অন্যরা।
নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের সাড়ে ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু।
ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের চাকলাপাড়া এলাকায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা– সিও কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাসের হাত থেকে দেশকে রক্ষায় সাধারণ জনগণের মাঝে সচেতনতার অংশ হিসেবে গাইবান্ধায় কৃষকলীগ সদর উপজেলার উদ্দ্যোগে আনালেরতাড়ী গ্রামে শতাধিক পরিবারের মাঝে এন্টি সেপটিক ষ্পে ওষুধ, মাক্স, ষ্পে মেশিন, হাত ধোয়ার সাবান বিতরণের উদ্ধোধন করেন কৃষকলীগ সদর উপজেলার আহবায়ক আবু আল ইমরান বিপ্লব।