ইংলিশ ফুটবল ক্লাব- ব্রাইটনের এক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

- আপডেট সময় : ০৭:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইংলিশ ফুটবল ক্লাব- ব্রাইটনের এক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী পল বারবার। তবে কোভিড নাইন্টিন পজিটিভ হওয়া ফুটবলারের নাম প্রকাশ করেনি ক্লাবটি। এদিকে, প্রিমিয়ার লিগ চালু হলে কৃতজ্ঞতাস্বরূপ ন্যাশনাল হেলথ সার্ভিসের এক হাজার কর্মীকে ফ্রি টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি।
করোনার প্রভাবে ভীতিকর পরিস্থিতি বিশ্বজুড়ে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। হুমকির মুখে সবাই। অন্য সবার মতোই করোনার প্রভাবে হুমকিতে ক্রীড়াঙ্গনের সদস্যরাও। এমন পরিস্থিতিতে সন্দেহজনকভাবে তিন ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। এর মধ্যে একজনের মাঝে পাওয়া যায় করোনা ভাইরাসের উপস্থিতি। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাহী। এদিকে করোনার প্রভাবে ৩০ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা বন্ধ থাকলেও, পরবর্তীতে লিগ চালু হলে ব্রাইটনের দেয়া বিনামূল্যে এক হাজার টিকিটে খেলা উপভোগ করতে পারবে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের এক হাজার কর্মী।