সবার ঐকান্তিক প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব হবে। এব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সকালে ফরিদপুর আফসানা মঞ্জিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তাদের কাছে চিকিৎসকদের ৫শ’ পিস পিপিই হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কোরনা পরিস্থিতিতে প্রান্তিক জনগণের কথা বিবেচনায়, ফরিদপুরের ৩০ হাজার মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার থেকেই সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রি পৌঁছে দেয়া হবে।