সারাদেশে হোম কোয়ারেন্টাইনে ১০ হাজারেরও বেশি মানুষ

- আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গেলো ২৪ ঘন্টায় ঢাকার সাভার ও ধামরাইয়ে ১০, নেত্রকোণায় ১২, গাইবান্ধায় ২৭ এবং সাতক্ষীরায় বিদেশ ফেরত নতুন আরো ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে সারাদেশে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।
ঢাকার সাভার ও ধামরাইয়ে আরো ১০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সাভারে ৬ জন এবং ধামরাইয়ে ৪ জন রয়েছেন। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো সাভারে ৯২ এবং ধামরাইয়ে ৪৬ জনসহ মোট ১৩৮ জনে। এছাড়া ১২ জনকে মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে।
নেত্রকোণায় আরো ১২ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোমকোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২০১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১১৪ জনের মধ্যে ৭১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া নতুন করে ২ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জামালপুরে করোনা ভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত জেলার ৭ উপজেলায় বিদেশ ফেরত ৫১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৭ উপজেলার জন্য ৭টি বিশেষ মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গত ১১ দিনে বিদেশ ফেরত ২ হাজার ৫২ জন হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় আরও ২৮ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলার মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৭৫ জন।
ময়মনসিংহে বিদেশ ফেরত ৮৩৫ জনের মধ্যে ৪৪১ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষ করে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিদেশ ফেরত ৩৯৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
চাঁদপুরে নতুন একজনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩১ জন।
খুলনায় আজ পর্যন্ত বিদেশ ফেরত ১ হাজার ৭২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১১৯ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৫ জনসহ ৩১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৭৭ জনের ১৪ দিনের মেয়াদ শেষ হয়েছে।
…………..
কুষ্টিয়ায় বিদেশ ফেরৎ নতুন করে ৫ জনসহ ৪শ’ ২৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সিঙ্গাপুর থেকে এসে তথ্য গোপন করায় একটি বাড়ী লকডাউন করা হয়েছে।
মাদারীপুরে বিদেশ ফেরত ৩৭৬ হোম কোয়ারেন্টাইনে ও আইসোলেশনে ৩ জন। এছাড়াও গ্রামের মানুষের চলাফেরায় বিশেষ নজর রেখেছে প্রশাসন।
নোয়াখালী বাণিজ্যিক শহর চৌমুহনীতে সর্দি-কাশি ও জ্বর আক্তান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবালিক হলের পাশে আজিজিয়া প্লাজার চতুর্থ তলায় ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে রাতেই পুরো ভবনটি হোমকোয়ারেন্টাইন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে ৬ জনসহ সকাল পর্যন্ত ২৯৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া সদর হাসপাতালে একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ২৬১ জনসহ ৭২১ জন বিদেশ ফেরতকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলার ছয় উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৪২জনসহ মোট ৪১৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন ২৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ২৩৭ জন। হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ১৩ জনকে।