রাজধানীতে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন

- আপডেট সময় : ০৭:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নিষেধাজ্ঞা মেনে রাজধানীতে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। বাধ্যতামূলক ছুটির কারণে সামাজিক সংক্রমণ প্রতিরোধে রাস্তায় নেই মানুষজন। নগরীর ব্যস্ততম সড়কগুলোও ফাঁকা। ঘোষণা না থাকলেও কার্যত লকডাউন মহানগরী ঢাকা। সড়কে ব্যক্তিগত যানবাহনও তেমন একটা চলছে না। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না নগরবাসী। যাঁরা বের হচ্ছেন, তাঁরাও যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন কিনা এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, তা নিশ্চিত করতে রাস্তায় টহলে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানী ঢাকার নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ হয়ে বিজয় সরণি– এমনকি রাজধানীর প্রনকেন্দ্র গুলিস্থান। সবগুলো সড়কই জনশূন্য। অচেনা মনে হলেও করোনাভাইরাসের বিস্তাররোধে এ নীরবতা।
সামাজিক দূরত্ব নিশ্চিতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, রয়েছে পুলিশও। চেকপোস্ট বসানো হয়েছে প্রায় প্রতিটি মোড়েই।
খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না নগরবাসী।
যারা বের হচ্ছেন, তাঁরাও যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন কিনা এবং সামাজিক দূরত্ব বজায় থাকছে কিনা, তা নিশ্চিত করতে রাস্তায় কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাসের পাশাপাশি রেল ও নৌযানও।