করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু,এই শত্রু মোকাবিলা করাও একটা যুদ্ধ :ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু। এই শত্রু মোকাবিলা করাও একটা যুদ্ধ। ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলবো এবং ঘরে বসেই প্রাণঘাতী করোনাকে মোকাবিলা করবো।
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণ বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট মোকাবিলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা, হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকারের সব কার্যক্রমের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন।