চট্টগ্রাম ছাড়াও ঢাকার ২০টি গার্মেন্টস পিপিই তৈরীর জন্য প্রস্তুত: বিজিএমইএ
																
								
							
                                - আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
 - / ১৫৬০ বার পড়া হয়েছে
 
যেই পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই ব্যবহার করে ইউরোপ আমেরিকার চিকিৎসকেরা করোনা ভাইরাসের মতো মরণব্যাধী মোকাবিলা করছেন, তা তৈরী হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের একটি তৈরী পেশাক কারখানায়। অথচ এই পিপিই সংকটের কারণে ক’দিন ধরে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগের অনুরোধে বিদেশী অর্ডার বাতিল করে, দেশের জন্য এক লাখ পিপিই তৈরী শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিজিএমইএ বলছে, চট্টগ্রাম ছাড়াও ঢাকার ২০টি গার্মেন্টস পিপিই তৈরীর জন্য প্রস্তুত।
কক্সবাজারের করোনা আক্রান্ত একজন রোগীকে পিপিই ছাড়া চিকিৎসা দিয়ে কোয়ারেন্টাইনে গেছেন ডাক্তার, নার্সসহ ১৪ জন স্বাস্থ্যকর্মী। পিপিই সরবরাহের দাবিতে রাজশাহী ও খুলনা ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা ধর্মঘটের মতো কর্মসুচি পালন করেন। ফুটেজ-১
অথচ গেলো ৪ বছর ধরে এই পিপিই তৈরী হচ্ছে চট্টগ্রাম ইপিজেডের স্মার্ট জ্যাকেট নামের গার্মেন্টেসে। আমেরিকা ও ইউরোপের চিকিৎসকেরা এই পিপিই ব্যবহার করে করোনা ভাইরাসসহ সংক্রমণ রোগের চিকিৎসা করছেন।
আমেরিকার এক বায়ারের জন্য মাসে অন্তত ৩ লাখ পিপিই তৈরী করে এই গার্মেন্টসটি। সবশেষ ১লাখ অর্ডার ছিলো তাদের। এ তথ্য জানাজানির পর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তাগিদে অর্ডার বাতিল করে দেশের জন্য পিপিই তৈরী শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফুটেজ-২
বিজিএমইএ বলছে, করোনা মোকাবিলায় পিপিই ও মাক্সের জন্য চিন্তা করতে হবে না সরকারকে। সংকট মোকাবিলায় পাশে দাঁড়াতে প্রস্তুত আরএমজি সেক্টর।
চীন থেকে আনা বিশেষায়িত কাপর দিয়ে তৈরী এই পিপিই। শুধু স্মার্ট জ্যাকেটের কাছে যে পরিমান কাপড় আছে তা দিয়ে আগামী এক সপ্তার মধ্যে অন্তত ২ লাখ পিচ পিপিই তৈরী সম্ভব।
																			
																		













