খালেদা জিয়ার শাস্তি স্থগিত করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ আশা করেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সরকার মানবিকতা ও সহনশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে ভুল রাজনীতি থেকে ফিরে, সঠিক রাজনীতির পথে আসবে বিএনপি। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব বলেন।
খালেদা জিয়ার মুক্তি বিষয় সচিবালয়ে সাংবাদিকদের ব্রীফ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, ছয় মাসের জন্য সাজা স্থগিত করে প্রধানমন্ত্রী তার প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছেন।অন্যদিকে সাংবাদিকদের করোনা মোকাবিলায় কিছু সামগ্রী বিতরনকালে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উচিৎ এখন নেতিবাচক রাজনীতি ছেড়ে মানুষের কল্যানের রাজনীতিতে ফিরে আসা।জরুরী পরিস্থিতিতে সচিবালয়সহ অন্যন্য স্থানে চলাচলে সাংবাদিকদের আলাদা পাসের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন ড. হাসান মাহমুদ।আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই সময়ে ও খালেদা জিয়ার মুক্তি–রাজনীতিতে একটি শুভ পরিবর্তন আনতে পারে; যা অবশ্যই ইতিবাচক হবে।