পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে,দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত :আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে, দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী জানান, দুই শর্তে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না। আইনমন্ত্রী জানান, এ বিষয়ে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আইনি প্রক্রিয়া শেষ হলেই মুক্তি পাবেন কারাবন্দি খালেদা জিয়া। আজ দুপুরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হতে পারে বলে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান।
এদিকে, খালেদা জিয়া মুক্তি পাবেন-এমন আশায় প্রতীক্ষার প্রহর গুণছেন তার পরিবার ও বিএনপির নেতাকর্মিরা।