অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাফুফে ভবনে প্রফেশনাল লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে লিগ স্থগিত ছিল ৩১ মার্চ পর্যন্ত। সভায় বসুন্ধরা কিংস এবং মোহামেডান ছাড়া বাকি সব ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো জরুরি সভা ডেকে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়েছে।