স্থগিত হলো চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের ফাইনাল

- আপডেট সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে এবার স্থগিত হলো চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগের ফাইনাল। তবে, নির্ধারিত হয়নি নতুন সূচি। পরবর্তী তারিখ পরে চূড়ান্ত করবে উয়েফা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানায়, মে ও জুনের তিন টুর্নামেন্টের ফাইনাল স্থগিত করা হয়েছে। ২৭ জুন ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এর আগে ২৪ জুন ছিল ইউরোপা লিগের শিরোপা নির্ধারণ। একই বিজ্ঞপ্তিতে উয়েফা জানিয়েছে, ২৪ মে ভিয়েনায় হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও স্থগিত করা হয়েছে। এদিকে ডব্লিউএইচও’র সাথে করোনা বিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। এর অংশ হিসেবে লিওনেল মেসি, এলিসন বেকারসহ তারকা ফুটবলাররা নিজ নিজ অবস্থান থেকে সাধারণকে সচেতন হওয়ার আহবান জানাবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, বল পাসের মতো সতর্ক বার্তা একে অপরকে পাস করে সবাইকে করোনামুক্ত রাখতে চায় ফুটবল।