প্রবাসীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় গাইবান্ধার সাদুল্যাপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে

- আপডেট সময় : ০৩:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিয়ে বাড়ীতে তিনদিন অবস্থান করা যুক্তরাষ্ট্র প্রবাসীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর গাইবান্ধার সাদুল্যাপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে । তবে জেলার সিভিল সার্জন জানিয়েছেন, বিয়েবাড়ির সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুই প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের পরীক্ষার জন্য ঢাকা থেকে একটি দল গাইবান্ধায় এসেছে ।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহর অনেকটা ফাঁকা। হাট-বাজারেও নেই জনসমাগম । অফিস-আদালতে উপস্থিতিও কম। নিত্যপ্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না। দুই প্রবাসীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
সাদুল্যাপুর উপজেলার একটি গ্রামে মা ও ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন। তাঁরা দুই-তিন এখানে ছিলেন।ওই অনুষ্ঠানে ৫ শতাধিক অতিথি উপস্থিত ছিলো, বিয়েবাড়ির লোকজন ২১ মার্চ উপ নির্বাচনে ভোটও দিয়েছে তারা । সব মিলিয়ে উদ্বিগ্ন এখানকার মানুষ। সংক্রমণ ঠেকাতে সাদুল্যাপুর লকডাউন করা উচিত বলে মনে করেন তারা
এ নিয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি রোববার এক জরুরি সভায় বসে । সাদুল্যাপুরকে লকডাউন করার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ । তবে জেলা প্রশাসক এতে দ্বিমত পোষণ করেন।
বিয়েবাড়িতে যাঁরা সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জানান জেলা সিভিল সার্জন।
গত ১০ মার্চ থেকে গাইবান্ধায় ১৭২ জন হোম কোয়ারেন্টনে রয়েছে। পাশপাশি পৌরপার্ক বন্ধ ঘোষনা করা হয়েছে।