করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৬০৩ জন মারা গেছেন

- আপডেট সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৬০৩ জন মারা গেছেন। এতে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জনে। এর মধ্যে চীনে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। চীনের বাইরে মারা গেছেন ১১ হাজার ৩৫৫ জন।
সরকারী হিসেবে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৯৭ হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৬৫১ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। ইতালি সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। অব্যাহত রয়েছে জরুরি অবস্থা। করোনার ভয়ানক আঘাতে দিন দিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি ইতালির উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ায়। করোনাভাইরাসে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা গেছেন দেশটিতে। এদিকে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪১৪ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।