উপনির্বাচনে ভোটার শূন্যতা নির্বাচন কমিশনের চোখ খুলে দিয়েছে: জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ

- আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঢাকা ১০ আসনের উপনির্বাচনে ভোটার শূন্যতা নির্বাচন কমিশনের চোখ খুলে দিয়েছে, তাই স্থগিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এবং ইসির এই উপলব্ধি আগে হলে আরো ভাল হত বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। আর নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদের মতে, সারাদেশ যখন করোনা সংক্রমনের আতংক, তখন নির্বাচন আয়োজনে ইসির নেয়া সিদ্ধান্ত ছিল অযৌক্তিক ও অদূরদর্শী।
নজির বিহীন কম ভোটারের উপস্থিতিতে শনিবার অনুষ্ঠিত হলো ঢাকা ১০ আসনের উপনির্বাচন। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, ৩ লাখ ১২ হাজার ২শ ৮১ জন ভোটারের মধ্যে মাত্র ৫ দশমিক ২৮ শতাংশ ভোটার তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন। তবে ভোটার উপস্থিতির বিবেচনায় ঢাকার চেয়ে এগিয়ে ছিল গাইবান্ধা ৩ ও বাগেরহাট ৪ আসনের উপনির্বাচন।
এবারের উপনির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ চেয়ারম্যান বলেন, ভোটার শূন্য নির্বাচন কোনোভাবেই কাম্য নয়।আর ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদের মতে, করোনা আতংকের মাঝে নির্বাচন করে মানুষকে ঝুঁকিতে ফেলেছে ইসি।
এই উপনির্বাচন ইসিকে বাস্তবতা উপলব্দিতে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তারা।ঢাকা ১০ আসনের বিজয়ী প্রার্থীর ইভিএমে ভোট বিভ্রাট থেকে কমিশনের শিক্ষা নেয়া উচিত বলেও মন্তব্য করেন এই নির্বাচন পর্যবেক্ষক।