বিভিন্ন জেলায় বিদেশ ফেরত প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিদেশ ফেরত ৪৭০, নেত্রকোণায় ৯৪, পাবনায় ৫২২, খুলনায় ১ হাজার ১০৭, পিরোজপুরে ৬৫ ও কুমিল্লায় ১ হাজার ৮৭ জনসহ দেশের বিভিন্ন জেলায় বিদেশ ফেরত প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরো ৮২ জনসহ মোট ৪৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এদের মধ্যে বেশির ভাগই সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাই ফেরত।
নেত্রকোণায় বিদেশ ফেরত ৯৪ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সেই সাথে তাদেরকে বাড়িতে আলাদা কক্ষে থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।
পাবনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। তবে ৫২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে মোট ৫২২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
খুলনায় বিদেশফেরত ১ হাজার ১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও ২৭ জনকে কোয়ারেন্টাইন রাখার মেয়াদ শেষ হওয়ার ছাড়পত্র দেয়া হচ্ছে।
পিরোজপুর নতুন করে ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এরা সবাই ইতালী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদীআরব, ফ্রান্স, কাতার, মালয়েশীয়া ও ভারত থেকে এসেছে। এনিয়ে মোট ২৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জনসহ ৪৬৭ বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘন্টায় ৩৫ জনসহ মোট ১৯২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হয়েছে। ৪শ’ ৬৭ জন প্রবাসীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।
বিদেশ ফেরত ১শ’ জনকে গাইবান্ধার সাত উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরইমধ্যে জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৭জন বেড়ে ১শ’ জনে দাঁড়িয়েছে।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো ৯৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
কুমিল্লায় ১ হাজার ৮৭ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে গত ২৪ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১শ ৯৭জন। সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান বলেন, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত ১৫ হাজার প্রবাসী বিভিন্ন দেশ থেকে কুমিল্লায় এসেছে। জেলায় এ পর্যন্ত কোন আক্রান্ত রোগী নেই।