বিদেশ ফেরত তিন যাত্রী বিমানবন্দর থেকে হাসপাতালে

- আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশ ফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান। বর্তমানে চার দেশের সাথে চালু থাকা ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে কিনা তা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
করোনা ঝুঁকিতে বিশ্বের বিভিন্ন দেশ বিমান চলাচল বন্ধ ঘোষনা করেছে ।বাংলাদেশে করোনার উচ্চ ঝুঁকিতে আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন ঘোষণার পরও অধিকাংশ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হলেও চালু রয়েছে ব্রিটেন, চীন, থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে বিমান চলাচল।
রোববার লন্ডন ও থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে কয়েকশ যাত্রী। নামমাত্র স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিন বাড়িতে অবস্থান করার শর্তে ছেড়ে দেয়া হয়েছে তাদের।
বিমানবন্দরের পরিচালক জানান, শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশ ফেরত তিন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে চালু থাকা চারটি দেশের সাথে বিমান চলাচল বন্ধের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।এই চার দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ হলে, আকাশপথে বাংলাদেশের সঙ্গে আর কোনো আন্তর্জাতিক যোগাযোগ থাকবে না।