জামালপুর শহরের রাণীগঞ্জ যৌনপল্লী এক মাসের জন্য লক ডাউন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুর শহরের রাণীগঞ্জ যৌনপল্লী এক মাসের জন্য লক ডাউন করেছে জেলা প্রশাসন।
দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ ঘোষণা দেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, লক ডাউন থাকাকালীন যৌন কর্মীদের ৩০ কেজি করে চাল প্রদানসহ সরকার সব ধরনের সহায়তা করবে। এই সময়ে কোন লোক পল্লীর ভেতরে যেতে পারবে না এবং কেউ বাইরে বের হতে পারবে না। এ নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক জানান, আজ থেকে জামালপুরের সকল দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।