চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার দাবি

- আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাধারণ রোগীদের সাথে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, ব্রাদার, টেকনিশিয়ান-টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার দাবি উঠেছে। এ জন্য সেখানে কর্মরত প্রত্যেককে পার্সোনাল প্রটেকশন ইকুভমেন্ট সরবরাহ করতে হবে। অন্যত্থায় সেবা কার্যক্রমে থাকা ব্যক্তিরা করোনায় আক্রান্ত হলে, সকল ধরনের রোগীর চিকিৎসা সেবা অনিশ্চিত হয়ে পড়বে।
এক হাজার রোগী ধারণক্ষমতাসম্পন্ন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২৪টি ওয়ার্ডে ২ সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের চিকিৎসা সেবায় ২২৪ জন চিকিৎসকের বিপরীতে ৯৭ জন, ১৭০ জন ইন্টার্ন চিকিৎসক এবং ৭শ’নার্স দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪২৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর বিপরীতে রয়েছেন ৩০২ জন। কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষায় এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেননি মেডিকেল কর্তৃপক্ষ।
এর সাথে নতুনভাবে যুক্ত হয়েছে করোনা ওয়ার্ড। সেখানে আড়াইশ’বেডের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারন রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত জনবল দিয়েই এ ওয়ার্ডের কার্যক্রম পরিচালিত হবে।
করোনা ভাইরাস নিশ্চিত হয়ে ভর্তি করা হলে ওয়ার্ডে রোগীর চাপ কমবে। এজন্য জনবল বৃদ্ধির সাথে সাথে দায়িত্বরতদের জন্য পার্সোনাল প্রটেকশন ইকুভমেন্ট প্রয়োজন বলে দাবি করলেন জরুরী বিভাগের চিকিৎসক।
সাধারন রোগীদের চিকিৎসায় নিয়োজিতরা করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে পরিচালক বললেন, তাদের দেয়ার মতো পার্সোনাল প্রটেকশন ইকুভমেন্ট নেই।