দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও নির্দেশনা হাতে পায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় দেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে কারফিউর কারণে দেশটির পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে উদ্বেগের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জনতার কাছে প্রথম পর্যায়ে ১৪ ঘণ্টা স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন ।
বুড়িমারী স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার এবং আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি জানান, করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি একই কারণে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে, বন্দরে আমদানি-রফতানী বন্ধ থাকলেও আটকা পড়া বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের নিজ-নিজ দেশে ফিরতে ইমিগ্রেশন খোলা থাকবে।























