বিভিন্ন স্থানে নতুন করে হোম কোয়ারেন্টাইন

- আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিদেশ ফেরত ৪৭০ জন, নেত্রকোণায় ৯৪ জন এবং পাবনায় ৫২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ময়মনসিংহে গেলো ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত আরো ৮২ জনসহ মোট ৪৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাই ফেরত। তাদেরকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম। এছাড়া নগরীর এস কে হাসপাতালে ৩০ শয্যার কোয়ারেন্টাইন এবং সদর উপজেলার পরাণগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
নেত্রকোণায় বিদেশ ফেরত ৯৪ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সেই সাথে তাদেরকে বাড়িতে আলাদা কক্ষে থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিকে, পাবনায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। তবে ৫২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে সর্বমোট ৫২২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।