উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিনকে

- আপডেট সময় : ১০:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ঢাকা-১০, ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিনকে। করোনা আতঙ্কের মধ্যেই শনিবার এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১৭টি কেন্দ্রে আওয়ামী লীগের মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন পান মোট ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল মাত্র ৫ দশমিক ২৮ শতাংশ। ভোট গণনা শেষে রাতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন।
এদিকে, গাইবান্ধা-৩, সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী উম্মে কুলসুম স্মৃতিকে বেসরকারীভাবে এমপি নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান। ১৩২টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে স্মৃতি পান ২ লক্ষ ১ হাজার ৪শ’ ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ডাঃ ময়নুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪শ’ ভোট। ভোট প্রদানের হার শতকরা ৫৯ ভাগ।
ওদিকে, বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এ্যাডভোকেট আমীরুল আলম মিলন। ১৪৩টি কেন্দ্রে মিলন পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭শ’ ৪৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী পেয়েছেন মাত্র ৩ হাজার ৭শ’ ৪৪ ভোট।