করোনা পরিস্থিতিতে প্রায় দু’মাসেরও বেশি সময় পিছিয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির কারণে প্রায় দু’মাসেরও বেশি সময় পিছিয়ে গেল ইংল্যান্ডের ক্রিকেট। ২৮ মে পর্যন্ত সব ধরনের খেলার সূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
করোনা পরিস্থিতির কারণে প্রায় সব দেশের ক্রিকেটের সকল সূচিই স্থগিত রাখা হয়েছে। পিছিয়ে দেয়া হয়েছে অনেক আন্তর্জাতিক সিরিজও। সবারই আশা ছিলো, এপ্রিলের মাঝামাঝিতে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আবার খেলাগুলো চালানোর। কিন্তু সেই ভরসা পাচ্ছে না ইসিবি। যে কারণে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে ইংল্যাণ্ডের ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে কাউন্টি ক্রিকেটের ১৮ দল, এমসিসি ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে ইসিবি।