রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট জরুরী অবস্থা নিয়ে এ সময় আলাপ হয়। যে কোন ধরনের সভা ও গণজমায়েত নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা পূনঃবিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় রাষ্ট্রপতি জানান, ২৬ শে মার্চ জাতীয় স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা বাদ দেয়া হয়েছে। এছাড়া বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।