করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু,নতুন করে আক্রান্ত ৪ জন

- আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। দুই নারীসহ আরো ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। বিকেলে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। করোনা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহনের পাশাপাশি চীন থেকেও প্রতিরোধক সরঞ্জামসহ বিশেষজ্ঞদের আনা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার সকালে দেশে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি ও এটি মোকাবেলায় করণীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
পরে সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, নিবিড় পর্যবেক্ষণে থাকা সত্তোরার্ধ আরো একজন মারা গেছেন ।
করোনা মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকেও কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে।
এছাড়া চীন থেকে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
সারাদেশে হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার, আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন। এছাড়া নতুন আরও ৪০০ নিবিড় পর্যবেক্ষেণ ইউনিট -আইসিইউ স্থাপন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।