টুঙ্গিপাড়ায় দু’টি পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ও বাড়ি-ঘর ভাংচুরের দু’টি পৃথক মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এম নাসিম জানান, গত শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ তার লোকজন শ্রীরামকান্দি গ্রামের হানিফ খাঁর বাড়িঘর ভাংচুর করেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের সাহায্য চাইলে সেখানেও হামলা চালায় তারা।এ ঘটনায় টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার ছোট ভাই ইকবাল হোসেন শেখের দায়ের করা আলাদা দু’টি মামালায় খোকনসহ ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
















