করোনা শঙ্কার মধ্যেই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন

- আপডেট সময় : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের শঙ্কার মধ্যেই দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন। ভোট গ্রহন শেষে শুরু হয়েছে গণনা । সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উভয় আসনের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত ছিল খুবই কম।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাইবান্ধা-৩– সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনে ১ শ’৩২ টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ হয়। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মুতি, বিএনপি থেকে ধাণের শীষ প্রতীকে ডাঃ ময়নুল হাসান সাদিক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ময়নুল রাব্বি চৌধুরী ও জাসদের মশাল প্রতীক নিয়ে এস এম খাদেমুল ইসলাম খুদি নির্বাচনে লড়াই করেছেন।
.
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বিশেষ নজরদারি। মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ২০টি ইউনিয়নে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দুপুরে একটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়।
এদিকে ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ।
এদিকে আওয়ামী লীগ ও জাসদ প্রার্থীরা জানান, দুই একটি কেন্দ্রে সমস্যা দেখা দিলেও প্রশাসনের হস্তক্ষেপে তা দূর হয়।
বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা সংসদীয় আসনে ভোটাররা কেন্দ্রে রাখা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে লাইনে দাঁড়ান। ভোট দিয়ে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ, বিজিবি, রেবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দুই দলের প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তারা।