দেশে নতুন আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে

- আপডেট সময় : ১০:৩৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দেশে নতুন আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন নারী ও দু’জন পুরুষ। এদের মধ্যে একজন ইতালী ফেরত। আক্রান্ত অন্যরা ইতালি ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন। আক্রান্তদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকার মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। ইভিএমে ভোট হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি।
দেশে প্রতিদিনই বাড়ছে নতুন করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জন হলেও ২৪ ঘন্টায় ৩ জন বেড়ে এখন সে সংখ্যা ২০ জন। আইইডিসিআর-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলার অপর এক প্রশ্নের জবাবে, তিনি জানান, ইভিএমে ভোট হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। ডা. নাসিমা সুলতানা আরো বলেন, মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলেও তা পুরোপুরি না মানলে বিপদ সবার জন্যই।