হামে আক্রান্ত হয়ে মৃত্যু ৬, মূমুর্ষ অবস্থায় শতাধিক শিশু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ৩টি গ্রামে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ শিশুর। মূমুর্ষ অবস্থায় রয়েছে আরো শতাধিক শিশু। এছাড়া আক্রান্ত বয়ষ্ক লোকও আছে ৭-৮ জন।
সাজেক ৯ নম্বর ওয়ার্ডের শিয়ালদাহ এলাকার ইউপি সদস্য ও কারবারি জুপুইথাংক ত্রিপুরা বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দু’দিনে ৬ শিশু মারা গেছে। সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন শিশু মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, দূর্গম অঞ্চল হওয়ায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি’র ২টি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।