সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী আজ

- আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে কালোব্যাজ ধারণ ও একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংঘটন।
জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে ১৯২৯ সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। সবশেষ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার কয়েক দিন পর ১৩ জুলাই ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা গ্রহণ করেন। পরে ২০১০ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় বার ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরব ও কুলিয়ারচরে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত নেয় স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া দিনব্যাপি কাঙালিভোজ ও মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার পাশাপাশি ভৈরব ও ঢাকার আইভি কনকর্ডে আলাদা আলাদাভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।