সেচ মালিকদের কাছে জিম্মি নাটোরের প্রান্তিক বোরো চাষীরা

- আপডেট সময় : ০১:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কার্যকর সেচ নীতিমালা না থাকায় সেচ মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন নাটোরের প্রান্তিক বোরো চাষীরা। একেক জমিতে একেক রকম দামে পানি কিনে সেচ দিতে হচ্ছে তাদের। এরফলে কৃষকদের প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে করে কমছে বোরো আবাদের পরিমান।
নাটোরে এখন বোরো চাষ নিয়ে ব্যস্ত কৃষক। চলছে জমি পরিচর্যার পাশাপাশি সেচের কাজ। কৃষকরা জানান, বোরো ধান আবাদে তাদের প্রচুর পরিমান সেচের পানি প্রয়োজন হয়। কিন্তু নির্ধারিত কোনো পানির দাম নাই। বিভিন্ন এলাকা ভেদে সেচ বাবদ তাদের বিঘা প্রতি খরচ গুণতে হচ্ছে দেড় থেকে তিন হাজার টাকা।
সেচ পাম্পের মালিকরা জানালেন, ধান আবাদের শুরুতে ১৬শ’ টাকা বিঘা প্রতি নেয়া হলেও এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের দাম বৃদ্ধি করতে হয়েছে।
চলতি বছর জেলায় ৫৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, যদিও সরকারের সেচ নীতিমালা রয়েছে, তবে তা যুগোপযুগি নয়।
সেচ কমিটি থেকে প্রতি বিঘা জমিতে এক হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি টাকা নেয়ার সঠিক তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।