বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে কেন্দ্রে মালামাল পৌঁছানো শুরু হয়েছে

- আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আগামীকাল বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের উপনির্বাচন।বেলা ১১ টা থেকেকেন্দ্রে কেন্দ্র ব্যালট পেপার, ব্যালটবাক্সসহ প্রয়োজনীয় সব মালামাল পৌঁছানো শুরু হয়েছে।
নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।উপনির্বাচনের রিটার্নিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আনুষ্ঠানিকভাবে মালামাল বিতরণ শুরু করেন।শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।এই নির্বাচনে ২৩ জন নির্বাহী, দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশের ২১টি ভ্রাম্যমাণ টিম এবং দশটি স্ট্রাইকিং ফোর্স মাঠে সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। এর পাশাপাশি দশ প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড,রেবের ১০টি টিম দায়িত্ব পালন করবে।১৪৩টি ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট ব্যাক্স, সিলসহ সব সরঞ্জাম পৌছে দেয়া হচ্ছে।মোরেলগঞ্জ উপজেলা উপজেলার ১৪৩টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।