নিত্যপণ্যের বাজারে করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে

- আপডেট সময় : ০১:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অবশেষে নিত্যপণ্যের বাজারে করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। খাদ্যপণ্যের ঘাটতি দেখা দিতে পারে- এমন গুজব ছড়িয়ে এক শ্রেণীর ব্যবসায়ী কৌশলে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে। এরইমধ্যে দাম বেড়েছে চাল, পেঁয়াজ, ডাল ও ডিমসহ বিভিন্ন পণ্যের। বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২০০ টাকা, পেঁয়াজের কেজিতে বেড়েছে ৩০ টাকা এবং ডিম ডজনে ২০ টাকা বেড়েছে।
বাজারে চাল, ডাল, ডিম ও পেঁয়াজের কোনো সঙ্কট নেই। তবে খাদ্যপণ্যের খাটতি দেখা দিতে পারে এই আশংকায় সব বাজারেই ক্রেতাদের উপচেপড়া ভিড়। আর এই সুযোগে ইচ্ছেমত দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। বস্তা প্রতি চালে ২০০ টাকা আর কেজিতে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।
মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ৩০ টাকা। দেশী পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা এবং পাকিস্তানি ৬০ টাকা বিক্রি হচ্ছে।
যান চলাচল বন্ধের দোহায় দিয়ে বাড়ানো হয়েছে ডিমের দাম। ডজনেই বেড়েছে ২০ টাকা। কাঁচা সবজির দামও বাড়তি।
মুদি পণ্যের মধ্যে ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি হচ্ছে বেশি। অনেকে প্রয়োজনের তুলনায় কিনছেন দুই-তিন গুণ বেশি। ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন দাবি ক্রেতাদের।
এদিকে, ইলিশ হালি প্রতি বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার। আর গরু ও খাসির দোকানে খুব এক ভিড় নেই।
বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত ও সরবারহ রয়েছে। তাই চাহিদা কমলেই দামও কমবে বলছেন বাজার সংশ্লিষ্টরা ।
শিউলী আখতার, এসএটিভি, ঢাকা ।