দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

- আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি। ১৫ এপ্রিলের আগে শুরু হবে না ঢাকা প্রিমিয়ার লিগ। জরুরি বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন। এদিকে, প্রয়োজন ছাড়া ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি।
করোনার ভয়াবহতায় পাকিস্তান তৃতীয় দফার সফর বাতিলের পর ক্রীড়া মন্ত্রনায়লয়ের পরামর্শে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করে বিসিবি।
সময়ের সাথে বাড়ছে করোনার ব্যাপকতা। তাই জরুরি বৈঠকে বিসিবির শীর্ষ কর্তারা। সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন. অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট।
করোনা আতঙ্কের মাঝেও ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অবিচল ছিলো বিসিবি। পরে সরকারী নির্দেশে শুধু দ্বিতীয় রাউন্ড স্থগিত করলেও, অবশেষ সেই সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছে ক্রিকেট বোর্ড।
ক্রিকেটারদের জনসমাগম এড়িয়ে যাওয়ার পরামর্শ আগেই দিয়েছিলো বোর্ড। আরো একবার টিম টাইগার্সসহ সব ক্রিকেটারদের সতর্ক করলেন বিসিবি সভাপতি।