এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে

- আপডেট সময় : ০৭:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। ইতিমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলেও জানান তিনি। দেশের সব হাসপাতালে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম আছে জানিয়ে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আক্রান্তদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান ডা. আবুল কালাম আজাদ।
দেশে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
এ সময় করোনা ভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হবার কথাও জানান তিনি।
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকার সর্বদা সতর্ক উল্লেখ করে, আক্রান্তদের হোমকোয়ারেন্টাইনের শর্তাবলী মানা এবং সাধারণ মানুষকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেন ডা. আবুল কালাম আজাদ।
দেশের সব হাসপাতালে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের নিরাপত্তায় পর্যাপ্ত সরঞ্জাম আছে জানিয়ে, দুর্যোগ মুহূর্তে আতংকিত ও ভয় না পেয়ে সাধারণ মানুষের সেবা দেয়ার আহ্বানও জানান তিনি।
করোনার চিকিৎসায় কুয়েত মৈত্রি হাসপাতালের পাশাপাশি আরো অনেক হাসপাতাল প্রস্তুত রয়েছে । করোনা পরীক্ষায় নতুন করে ১ লাখ কিট ও ১০ লাখ নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ডা. আবুল কালাম আজাদ।