করোনাভাইরাসে মারা গেছে ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ১২৯

- আপডেট সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছে ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ১২৯।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনে। করোনার উৎস চীনে এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৮৮১ জন। গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তারা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কেউ মারা যাননি, আক্রান্তের সংখ্যাও খুবই সামান্য। তবে বিপরীত চিত্র ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছে ৩৪৫ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৫০৩। এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান। দেশটিতে একদিনে মারা গেছে আরও ১৩৫ জন, আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৮ জন। স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১৯১ জন, নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮৪ জন। জার্মানিতে নতুন নয়জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন, আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৭ জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ১০৩। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮১ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছে।