অতিরিক্ত পণ্য কিনে বাজার অস্থিতিশীল না করতে আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অতিরিক্ত পণ্য কিনে বাজার অস্থিতিশীল না করতে সাধারণ ভোক্তাদের আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও খুচরা পর্যায়ে দাম বাড়ছে।যাদের নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। সচিবালয়ে অন্য অনুষ্ঠানে মিলার চালকল মালিক ও ব্যবসায়ীদের মজুদদারি এবং দাম না বাড়াতে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আইন না মানলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
চাল-গমসহ খাদ্যশস্যের মজুদ আছে গেল বছরের তুলনায় প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন বেশি। ধান ১৩ লাখ মেট্রিক টন আর চাল ১০ লাখ মেট্রিক টনের বেশি। ভোজ্য তেলের আমদানি হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ লাখ মেট্রিক টন।
এতো মজুদ থাকার পরও কেনো দাম বাড়ছে বাজারে। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভোক্তাদের অতিরিক্ত কেনার মানসিকতার কারণে খুচরা বাজার অস্থিতিশীল হয়। তবে, পাইকারি বাজার ঠিক আছে।খোলাবাজারে টিসিবি চাল, ডাল, পেয়াজ ও তেল বিক্রি করছে বলে জানান তিনি।
আলাদা আরেকটি ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুদদার ও অতিরিক্ত মুনাফালোভীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমদানি করে বাজার স্থিতিশীল রাখা হবে।তিনি বলেন, ছ’মাসের প্রয়োজনীয় খাদ্যশস্যের বেশি মজুদ আছে। তাই এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আরেক অনুষ্ঠানে, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, জেলায় জেলায় নির্দেশনা দেয়া আছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার জন্য।তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধেও দ্রুত কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে।