করোনাভাইরাস নিয়ে সরকার কোনো লুকোছাপা করছে না: তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস নিয়ে সরকার কোনো লুকোছাপা করছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাবে নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপির অনেকেই মন্তব্য করছেন করোনাভাইরাস নিয়ে সরকার লুকোচুরি করছে। কিন্তু ব্যাপারটা তা নয়, বরং সরকার প্রতিদিন আপডেট জানাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে তথ্য জানাচ্ছে। এছাড়া বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এটি যেভাবে ছড়িয়ে পড়েছে, সেদিক বিবেচনায় এনে বাংলাদেশ এই ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। আরো বলেন, দেশের সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বিষদগার করছে। কিছু লিফলেট ছাপিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিষদগারের রাজনীতি না করে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী ।