রাজশাহীতে বিনা ঘুষ ও কোনো রকমের তদবির ছাড়াই সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ পেলো ৪১ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিনা ঘুষ ও কোনো রকমের তদবির ছাড়াই সম্পূর্ণ মেধার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ পেলো ৪১ জন তরুণ-তরুণী।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক হামিদুল হক। জেলা প্রশাসক জানান, সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা রয়েছে, ঘুষ বা তদবির ছাড়া সরকারি কোনো চাকরি হয় না। কিন্তু এ ধারণা পাল্টে দিতে রাজশাহীতে সম্পূর্ণ মেধাভিত্তিতে দরিদ্র পরিবারের ৪১ জন বেকারকে চাকরির জন্য বেছে নেয়া হয়েছে । তাই এই প্রথম আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করা হয়।