করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না সরকার :রুহুল কবির রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না সরকার-এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর বেইলী রোডে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বাড়াতে লিফলেট বিতরণ কার্যক্রম শুরুর আগে একথা বলেন তিনি। করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কীট নেই বলেও দাবি করেন রিজভী। এসময় তিনি অভিযোগ করেস, করোনা মোকাবেলায় সরকার কোন পদক্ষেপ না নিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এছাড়া আগে থেকে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে, পরিস্থিতি এতটা ঘোলাটে হতোনা বলে মন্তব্য করেন রিজভী। করোনা ভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে না, সরকারই রাজনীতি করে দায় অন্যের ওপর চাপাচ্ছে বলেও দাবি করেন তিনি।