করোনা ভাইরাসের কারনে সতর্কতার সাথে নির্বাচনী প্রচারণা
- আপডেট সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৬৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় মুজিব বর্ষকে প্রাধন্য দেয়ার পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আর মুজিববর্ষের নানা আনুষ্ঠানিকতার কারনে কৌশলী প্রচারণা চালিয়েছে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন।
সকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী ওয়েবসাইটের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে সতর্কতার সাথে প্রচারণা চালাতে এই উদ্যোগ নিয়েছে বিএনপি। পরে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আস্কারদিঘি এলাকায় গণসংযোগ করেন তিনি। দুপুরে ষোলশহর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান আওয়ামীলীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। এসময় নেতাকর্মীদের মুজিব বর্ষের শুভেচ্ছা জানান তিনি। এছাড়া মরণঘাতি করোনা ভাইরাস সম্পর্কেও জনগণকে সচেতন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
















