তিন দিন পর ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন

- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন পেছানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তবে কমিশন পেছালে আপত্তি নেই তার। আর বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম দাবি করেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। আলাদা নির্বাচনী প্রচারনায় এসব বলেন তারা।
তিন দিন পর ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন হলেও করোনা আতঙ্কে অনেকটাই জিমিয়ে পড়ছে প্রচারণা।
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব দেশেও পড়তে শুরু করেছে। প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী গুটিয়ে নিয়েছে বড় ধরনের সভা-সমাবেশ ।
ক্ষুদ্র পরিসরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানমন্ডি ৭ নম্বরে আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন গণসংযোগ চালান। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতারা, স্থানীয়দের কাছে নৌকার পক্ষে ভোট চান।
করোনার কারণে নির্বাচন পেছানোর প্রয়োজন আছে কি না-এমন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।ভাইরাস প্রতিরোধে জনসচেতনতাসহ সরকারের ব্যাপক প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
এদিকে, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ধানমণ্ডির ১৫ নম্বরের রায়ের বাজার, ঝিগাতলা ও বউবাজার এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না অভিযোগ করে ধানের শীষের প্রার্থী বলেন, করোনার কারণে নির্বাচন পেছানো ঠিক হবে না বলেও মনে করেন তিনি।
ভোট ব্যবস্থা বিলুপ্ত করে সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেন শেখ রবিউল। প্রচার-প্রচারনায় প্রতিপক্ষের বাধা–কমিশনে জানালে ব্যবস্থার বিপরীতে শুধু আশ্বাসই মেলে-এমন দাবি করেন তিনি।