দেশের বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সন্দেহে ময়মনসিংহে বিদেশ ফেরত ৬৫ জন এবং গোপালগঞ্জে গেল ২৪ ঘণ্টায় আরো ৭ জনসহ মোট ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ময়মনসিংহে বিদেশ ফেরত ৬৫ জনকে নিবিড় পর্যবেক্ষণের জন্য ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গোপালগঞ্জে আরো ৭ জনসহ মোট ৪২ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এরা সবাই ইতালি, চীন, সিংগাপুর, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, বাহরাইন, ব্রুনাই ও লেবাননসহ ১২টি দেশ থেকে ফেরত এসেছেন। এদিকে, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোয়ারেন্টাইনে না থাকার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ইরাক প্রবাসী মঙ্গুল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা। মঙ্গুল হোসেন ইরাক থেকে ৬ মার্চ দেশে ফেরেছেন।