দেশে নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশে নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দুপুরে মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত নতুন দু’জনের মধ্যে একজন ইতালি ফেরত এবং আরেকজন যুক্তরাষ্ট্র থেকে আসা একজনের সংস্পর্শে ছিলেন। তিনি আরো বলেন, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য চালু করা হট লাইন নাম্বরে ৪ হাজার ২০৫টি কল এসেছে। যার মধ্যে ৪ হাজার ১৪৬টিই করোনা ভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।পরিচালক জানান, দেশে এই মূহুর্তে আইসোলিউসনে আছেন ১৬ জন। আর ৪৩ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে। কারো শরীরে কোনো লক্ষন বা সন্দেহ হলে, সরাসরি আইইডিসিআর বা হাসপাতালে না আসার পরামর্শ দেন সেব্রিনা ফ্লোরা।