নোয়াখালীর বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ১০টায় শত শত নেতাকর্মী উপজেলা কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে। এসময় তারা ইউনওকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে দ্রুত তার অপসারণের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিলসহ কুশপুত্তলিকা দাহ করে। মিছিল থেকে ইউএনও অফিস লক্ষ্য করে জুতা-স্যাণ্ডেলও নিক্ষেপ করা হয়। তবে এসময় ইউএনও মাহবুব আলম অফিসে ছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ইউএনও কার্যালয় সুত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে বেগমগঞ্জের ইউএনও হিসেবে মাহবুব আলম যোগদান করেন। এর আগে তিনি দাউদকান্দি উপজেলার ইউএনও ছিলেন।