একই পরিবারের দু’জন শিশু সহ ৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা তিনজন একই পরিবারের সদস্য এবং দু’জন শিশু।
রাজধানীর মহাখালিতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, সবশেষ ইতালি ও জার্মানি ফেরত যে দু’জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে ইতালি ফেরত ব্যক্তির স্ত্রী ও দুই শিশু সন্তান হলেন নতুন এই তিন করোনা রোগী। নতুন এই তিনজনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দু’জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।