দেশের মানুষকে নিরাপদে রাখতে যা যা দরকার সব করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশের মানুষকে নিরাপদে রাখতে যা যা দরকার সব করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে সব ধর্মের উপাসনালয়ে লোক সমাগম কম করারও পরামর্শ দেন তিনি। ১৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির সভাশেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, নতুন করে যে দু’জন করোনা আক্রান্ত হয়েছেন, তারা একজন জার্মানি ও একজন ইটালি প্রবাসী। তারা দু’-তিন দিন আগে দেশে পৌঁছেছেন। আর পূর্বের আক্রান্ত তিনজন সুস্থ হয়ে ফিরে গেছেন এবং তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।