করোনা ভাইরাসের ভীতিকে সঙ্গী করেই আজ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ

- আপডেট সময় : ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভীতিকে সঙ্গী করেই আজ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে গড়াবে তিন ম্যাচ। আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীসহ, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর।
মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও, মাঠের লড়াইয়ে মনোযোগী খেলোয়াড়রা। মুশফিক-লিটনদের নিয়ে প্রথম ম্যাচেই চমক দেখাতে মরিয়া হ্যাটট্রিক চ্যাম্পিয়নের অপেক্ষায় থাকা আবাহনী। পিছিয়ে নেই অন্য দলগুলোও। মাঠের লড়াইয়ে চমক দেখাতে চায় সবাই। এদিকে, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরে পুরো মৌসুম জুড়েই থাকছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাই মাঠের লড়াইয়ে থাকবে বাড়তি উত্তেজনা আর রোমাঞ্চ।