আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ইউরোপের সাথে আগামী দু’সপ্তাহ বিমান যোগাযোগও বন্ধ থাকবে।
১৫ মার্চ মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ জানাতে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন- পদ্মায় এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কি-না, সেটা শিগগিরই পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।