করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি হলে, যথাসময়ে ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি হলে, যথাসময়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, তাদের নিজের ঘরেই এখন করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিরাজ করছে।
করোনা ভাইরাস মোকাবেলায় রাজধানীতে আওয়ামী লীগের সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহরন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কোন ঘাটতি নেই।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে গভীরভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার।
করোনা মোকাবেলা নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির সমালোচনার জবাবে, নিজেদের ঘর সামলানোর পরামর্শ দেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।এছাড়া, যৌথ উদ্যোগে করোনা মোকাবেলায় ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রীর সাড়া মিলেছে। কিন্তু, পাকিস্তান এখনও কিছু জানায়নি বলে জানান তিনি।
পরে, নেতাকর্মীদের সাথে নিয়ে গুলিস্তান এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ওবায়দুল কাদের।
এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।