করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরত শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে

- আপডেট সময় : ০৬:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরত শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইতালিফেরত তিন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন।
কুষ্টিয়া শহরে কোরিয়া ফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন তিনি সুস্থ থাকলেও স্ত্রীর কাশি ও জ্বর হয়েছে। তাই সতর্কতা হিসেবে করোনা নিয়ন্ত্রণ সেলে নিজেই ফোন করে জানান বিষয়টি।
ঝালকাঠির রাজাপুরে বিদেশ ফেরত ৪ ব্যক্তিকে পরিবারের নির্ধারিত কক্ষে কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সৌদি প্রবাসী ২জন, চীন প্রবাসী ১ জন ও নেদারল্যান্ড প্রবাসী ১ জন।
ময়মনসিংহে করোনাভাইরাস সন্দেহে ৮ প্রবাসীকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা’র উপসর্গ দেখা না দিলেও বাড়তি সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাদেরকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানিছেন সিভিল সার্জন।
দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও জেলার দুটি স্থলবন্দর ও ৭টি উপজেলার সাথে ভারতের সীমান্ত থাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি-বিএসএফ।